দৃষ্টিভঙ্গি বদলান,জীবন বদলে যাবে !

দৃষ্টিভঙ্গি বদলান,জীবন বদলে যাবে !-সুপ্রভাত বগুড়া

সুপ্রভাত বগুড়া (স্বাধীন মতামত): মানুষের জীবনে উত্থান-পতন, সফলতা ও বিফলতার কইনা গল্প শুনতে পাই আমরা। একেক জনের জীবনের লক্ষ্য একেক রকম হলেও সফল হবার সূত্র কিন্তু একটাই থাকে।

অথ্যাৎ, আপনি যখন কোন বিষয়ে লক্ষ স্থির করবেন তখন তা সফল করার জন্য আপনাকে প্রথমেই ভালো পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী সময়ের সঠিক সদ্যবহার করে কিন্তু কাজ করতে পারলে আপনার সফলতা আসবেই।

Pop Ads

কাজটা ভালো বা মন্দ যাই হোক না কেনো, মূল সূত্র কিন্তু একই। আর মানুষ যখন সেই সূত্র ভুলে গিয়ে হীনমন্যতায় ভোগে তখন সফলতা শব্দটাই যেন তার কাছে সোনার হরীণ মনে হয়।

আসলে সব কথার এক কথা জীবনে সফল হতে চাইলে পারফেক্ট পরিকল্পনার সাথে চাই দৃঢ় দৃষ্টিভঙ্গি। নিচে খেলার ছলে একটি হিসাব দেখানো হয়েছে, খেলার ছলে হলেও হিসাবটা কিন্তু, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানোর ক্ষমতা রাখে।

আসুন আপনার চিন্তার জগতটাকে প্রসারিত করে হিসাবটি দেখে নেয়া যাক। হিসাবটি আমার ভালও ভিষণ ভালো লেগেছে। একেবারে পারফেক্ট! জীবনের সুন্দর একটি হিসাব দেখুন, বুঝুন এবং চিন্তা করুন——
ধরুন যদি A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z = 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26
অর্থাৎ A to Z এর মান যদি এমনভাবে ধরি যেখানে : A=1, B=2, C=3, D=4, E=5, F=6, G=7, H=8, I=9, J=10, K=11, L=12, M=13, N=14, O=15, P=16, Q=17, R=18, S=19, T=20, U=21, V=22, W=23, X=24, Y=25, Z=26
তাহলে,
Hard Work:
H+A+R+D+W+O+R+K= 8+1+18+4+23+15+18+11=98%
Knowledge:
K+N+O+W+L+E+D++E=
11+14+15+23+12+5+4+7+5=96%
Luck:
L+U+C+K=
12+21+3+11=47%
অর্থাৎ এদের কোনোটাই 100% স্কোর করতে পারে না, তাহলে সেটা কী যা 100% স্কোর করতে পারে???
Money?? না, এটা 72%
Leadership?? না, এটা 97%
তাহলে??
সব সমস্যারই সমাধান করা সম্ভব, যদি আমাদের থাকে একটা পারফেক্ট Attitude বা দৃষ্টিভঙ্গি কাজ করে। হ্যা, একমাত্র Attitude ই আমাদের জীবনকে করতে পারে 100% সফল………..
A+T+T+I+T+U+D+E=
1+20+20+9+20+21+4+5=100%
সুতরাং দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।

আপনি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আরও বেশি পরিস্কার হতে পারবেন, কেন দৃষ্টিভঙ্গি বদলানোর সাথে সাথে আমাদের জীবন বদলে যেতে পারে। তাহলে ভিডিও থেকেই জেনে নিন পরের গল্পটি।

ভিডিও :

তথ্য সংগ্রহ: কনক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here