দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাক্রান্ত !!

দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা । ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (বিনোদন): দেশের নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বন্যা নিজেই রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

১২ দিন আগে করোনার নমুনা পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ার কথা জানা যায়। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বন্যা। দু-তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য।

Pop Ads

এবারের রিপোর্ট ‘নেগেটিভ’ আসবে বলেই আশা করছেন ৬৩ বছর বয়সী এই শিল্পী। রেজওয়ানা চৌধুরী বন্যা দেশ রূপান্তরকে বলেন, ‘আমার শারীরিক অবস্থা ভালো আছে। রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাসাতেই আছি।

এখন দ্বিতীয়বার টেস্টের পর বুঝতে পারব অগ্রগতি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বন্যা। রবীন্দ্রসংগীতের জন্য দেশে-বিদেশে খ্যাতি অর্জন করেছেন তিনি।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান বন্যা। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন বন্যা। প্রথমে ছায়ানট এবং পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।

গড়ে তুলেছেন সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারার’। তা ছাড়া সংগীত বিষয়ক কয়েকটি বইও লিখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here