দেশে ধর্ষণের বিচার নিশ্চিতে ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের পক্ষে জাতিসংঘের মত প্রকাশ

দেশে ধর্ষণের বিচার নিশ্চিতে ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের পক্ষে জাতিসংঘের মত প্রকাশ।

সুপ্রভাত বগুড়া (স্বাধীন মতামত): বাংলাদেশে ধর্ষণের বিচার নিশ্চিতে ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের পক্ষে মত দিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

ভুক্তভোগী ও সাক্ষীদের সমর্থন ও সুরক্ষা প্রদান এবং বিচারের ক্ষেত্রে দ্রুততা আনয়নে ফৌজদারি বিচার ব্যবস্থার জরুরি সংস্কারের পক্ষে মত দিয়ে সংস্থাটি জানায়,

Pop Ads

নারী ও মেয়েদের সুরক্ষার জন্য অসংখ্য আইন ও কর্ম পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হচ্ছে সে সম্পর্কে জবাব দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করার কোনো বিকল্প নেই।

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনা ও নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ।