ধোকা!

ধোকা- এম রাসেল আহমেদ

এম রাসেল আহমেদ

সুপ্রভাত বগুড়া (শিক্ষা-সাহিত্য): বিয়ের দিন সকালে প্রিয়া যখন বলল আমি চিরদিন তোমার, বিয়ে থামানো সম্ভব নয়। আমি বিয়ে না করলে জোর করে বিয়ে দিবে নইলে তাদের যা খুসি করবে, তবু বিয়ে দিবে। আসলে ঘটনা সত্য! পৃথিবীতে ৯০% প্রেম বিয়ে পর্যন্ত গড়ায় না। আমায় ভুলে যাবেন না কোন দিন, আমার জন্য দোয়া করবেন আমায় বলল সে, আমি কি তার জন্য দোয়া করব? দোয়া করেই দিলাম যা বিয়ে যেন বেশি দিন না টেকে! রাগের কথা, আসলে এমন দোয়া করতে নেই।

প্রতিটা মানুষ ভেতর থেকে শয়তান, কেউ একজন বলেছিল প্রতিটা মানুষ ভেতর থেকে মেথর! একই দৃষ্টিভঙ্গিতে বলেছে।আমার শয়তানের নমুনা মাত্র ছিল ঐ দোয়া। তবে কার কাম্য নয় সংসার নষ্ট করা। আমার ১ম প্রিয়ার গল্প করছি, সে তার স্বামীর বাড়িতে ঝামেলায় পড়লে গোপন বৈঠক বসে আর সেই বৈঠকে আমাকে ডাকা হয় আর বলা হয় যেহেতু আমি তাকে আর আমার জীবনে আনবনা সেহেতু শর্ত তাকে ছেড়ে দিতে হবে নইলে বর পক্ষ তাকে তাদের বাড়িতে রাখবেনা। কেমন বিচার ভাবেন!

Pop Ads

গ্রামে একটা কথা বলে “ বেচা গরুর দাঁত দেখে লাভ নাই” সে যদি আমার হতো তবে বিয়ে করতনা। বিয়ে করে যখন দেখছে তার চাইতে আমি ভালো ছিলাম এখন তাকে ছেড়ে আমার কাছে আসার পায়তারা করছে। বিষয়টা আমাকে দিয়ে বললেও প্রায় এরকম ঘটনা ঘটে। তাকেও আজীবনের জন্য ছেড়ে দিলাম,বাদ দিলাম তার কথা ভাবা, কিন্তু আজকের ঘটনা আবার উল্টো, এ প্রিয়াও ( বর্তমান) আমায় ছেড়ে চলে গেল।

আমার কি দোষ জানিনা, আমার সাথেই কেন এমন হয়, ব্যপারটা তা না অন্যের সাথেও হয়। কিন্তু এ জ্বালা সহ্য করা কঠিন, যারা হারিয়েছে শুধু তারাই জানে। বিয়ের দুদিন আগে অভিসারিনী আমার কাছে আসে ,আর বলে এ বিয়ে থামানোর কোন পথ নেই। আপনার কি কোন চিন্তা হচ্ছেনা আমায় নিয়ে? কিছু না বলে তার হাত আমার বুকের মাঝে রাখলাম, বললাম কি দেখছো? তাকিয়ে আছে আমার দিকে অপলক দৃষ্টিতে, একটু পর বলল এতা কাপছে কেন?

সে আমার বুকের কাপুনি দেখলো কিন্তু ভালবাসা দেখলনা। সে কিন্তু প্রথম প্রেমের স্বাক্ষী। বিষয়টা ঘোলাটে! আমার প্রথম প্রেম ১০ বছর আগে ভেঙ্গে গেছে, সে ছোট ছিল কিন্তু আমার বিরহ তাকে কাঁদিয়েছে তাই আমার হাত ধরেছে, কিন্তু সে হাত ছেড়ে পালাবে ভাবেনি। কোন মুখে মানুষ কথা বলে জানিনা তবে মুখের কথা হিসাব করে বলতে হয়, কথা কোন দিকে যাবে, কি প্রভাব পরবে তার বেবে দেখা উচিৎ। কথা একবার বললে আর ফেরৎ আসেনা , কোটি বার বলল ভালবাসি কিন্তু আজ ঠিক সংসার করছে, কপাল আমার তাকে হারাব যে।
আমার কথা কি তার মনে হয়না? একটা মানুষ কয়বার জীবনে হেরে যাবে? তবে আমার জানামতে হারানোর শেষ নাই, জীবনে অনেক হারানোর আছে। হারানোর চুড়ান্ত লেভেলে পৌছে দেখতে চাই কত হারতে পারি। বিয়ের দিন দুপুররে যখন বলল আমার বিয়ে হবে কিন্তু সংসার হবেনা, আর যা বলেছে তা যেটা বলতে পারলামনা ঐটা।

কিন্তু অবাক করা ব্যপার হলো কথাটি বলার সঙ্গে সঙ্গে চোখের সামনে একটা কাক বিদ্যুৎ শক লেকে পুরে ঝাঝড়া হতে থাকে বিকট শব্দ ও ধোয়ায়! তাকে বললাম তুমি ধোকাবাজ! তুমি যে মিথ্যা বললে তার প্রমাণ পেয়েছি। সে বলল কিভাবে ? বললাম তোমার মিথ্যা আল্লাহ আমাকে আগাম জানিয়ে দিল।তুমি ছলনাময়ী অভিসারিনী। বলল আপনি এক কথা বলতে পারলেন? বললাম তোমার ছলনা ধরতে পারলে আমায় এভাবে কাঁদতে হতোনা।আমি কি করতে পারি অপেক্ষা করুন, অপেক্ষা করে দেখছি বরের সাথে হানিমুন করতে গেছে। অনেক খুসি ,চোখের সামনে দেখছি, কিন্তু একবার গোপনে ফোন করেও বলেনি কেমন আছি।হায় প্রেম হায় ভালবাসা!

কিন্তু কেন এমন করছে কেউ জানলে বলবেন। আমি আমার জীবন বাজি রেখে অন্যের জীবন নিজ বডিতে ইন্সটল করে দেখতে শুরু করলাম। এবার দেখছি কি ঘটে…যা দেখলাম তা বড়ই অদ্ভুত! বাবা বলছে ছেলে ভাল,বাড়ির সবার পছন্দ, আমি অপছন্দ করার কোন কিছু পাইনি। অনেক আয়োজন ,আত্মীয়দের দাওয়াত করা হয়েছে তারা কি ভাববে, বাপ মায়ের মুখে চুনকালি পড়বে কিছু ঘটালে। তার চেয়ে ভাল এক জনকে কাঁদাই, দু চারটা ভালবাসার কথা বলব এমনিতেই গলে যাবে। কত জনকেইতো দেখেছি প্রেম করে অন্যের ঘর করছে, আমি তাই করব।

অবশেষে আমার কথাই বলি, তার বিয়ে হলো, বাড়িতে বিশাল আয়োজন,নিজের প্রেমিকা অন্যের বাইকে (তারদিক থেকে বৈধ্য) ঘুরছে, তার মনে পিছুটান নেই, সে ভাবছে কোনদিন এ রুপ যৌবন ফুরাবে না। এক বিবাহিত মেয়ের সাথে কাল আলাপ হলো সে বলল তার জন্য একটা ছেলে আজও বিয়ে করেনি কিন্তু সে মেয়ের মা। সে আজও তাকে ভুলতে পারেনি ,তার জন্য সারাক্ষন মন আনচান করে। আমি চিরকুমার হয়ে তার বুড়ি হওয়ার অপেক্ষায় রইলাম।

আমি আবার একটা মেয়ের প্রেমে পড়ব, তাকে ভুলকে হবেতো, কাটা দিয়ে কাটা তুলতে হয় মনিষীগণ বলে গেছে। আমি বাবা ঐ রেল লাইনে যেতে পারবনা,জীবন আমার ভীষন প্রিয়, কারো জন্য সিগারেট,মদ গিলতে পারবনা, কারন যার জন্য এগুলো গিলব দেখব সে অন্যেও জন্য তেতুল খাবে। কি দরকার ধোকাবাজের চক্করে পড়ে মরতে যাওয়া, আমি বেশ ভালো আছি। সিঙ্গেল লাইফ ইনজয় করছি, কেউ নেই শ্বাসন করার, নিজের জীবনের হক আদায় করি।

বিঃদ্রঃ যাদের জীবন ভাল লাগেনা তাদের জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা, কারন আজ একটা মেয়ে তার প্রেমিকের জন্য লাইভে এসে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা কোন কিছুর সমাধান নয়। জীবনকে ভালবাসুন অন্যের প্ররোচনায় জীবন ত্যাগ করবেন না। কারন পৃথিবীতে সবাই নিজে সুখি হতে চায়, কারো সুখ কেউ দেখতে পারেনা, তাই সবার সুখের কথা ভাবুন, নিজের সুখ কখন আসবে দেখতে পাবেন না ,সময় বয়ে যাবে অবিরাম টের পাবেন না।
এম রাসেল আহমেদ