নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষে ১৫০ গৃহহীন পাচ্ছে নতুন ঘর, দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন 

নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষে ১৫০ গৃহহীন পাচ্ছে নতুন ঘর, দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন । ছবি-প্রত্যয়

সুপ্রভাত বগুড়া (নওগাঁ জেলা প্রতিনিধি): জগতে যার মাথা গোজার ঠাই নেই, তার যেন কিছুই নেই, এমন গৃহহীনদের তালিকা তৈরী করেছে উপজেলা প্রশাসন, আর এমন ভুক্তভোগী  নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে নতুনঘর পাচ্ছে সেই দেড়শত পরিবার।

নতুন ঘর পাবার আনন্দে গৃহহীনরা যেন ফিরে যাচ্ছে স্বাভাবিক ও সুন্দর জীবনে, দেখছে নতুন করে বাঁচার স্বপ্ন।
২৪ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুরে  ১৫০ টি পরিবারে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে গৃহ ও ভূমিহীনদের ঘর নির্মান প্রকেল্পর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি’র পক্ষে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

Pop Ads

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ছিব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ইসবপুর ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদলসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।