নববর্ষের আনন্দ নেই বঙ্গবাজারে

নববর্ষের আনন্দ নেই বঙ্গবাজারে

এখনো পোড়া গন্ধ বঙ্গবাজারের বাতাসে। নেই নতুন বছরের উদযাপন, আনন্দ। এবারের পহেলা বৈশাখ তাদের কাছে শুধুই বিষাদের। খোলা আকাশের নিচে অস্থায়ী দোকানেই চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।বঙ্গবাজারে প্রধান সড়কের পাশেই খান ফ্যাশন। বিভিন্ন ধরনের পোশাক পাইকারি বিক্রি করতো এই প্রতিষ্ঠান।

দোকানের মালিক, আব্দুর রহমান সাদ্দাম জানান, ৫টি শোরুমে পুড়েছে প্রায় ৫ কোটি টাকার পোশাক। তাই নতুন বছরের প্রথম দিনটা তাদের কাছে আর আনন্দের নেই। বঙ্গবাজারে সাদ্দামের মতো এমন বাস্তবতা সবার।

Pop Ads

ব্যবসার সবটুকু পুঁজি হারিয়ে নিঃস্ব তারা। সারা দেশের মানুষ পহেলা বৈশাখ উদযাপন করলেও এবার তা থেকে বঞ্চিত এই ব্যবসায়ীরা। আগুনে পোড়ার আগে প্রতিটি দোকানে দিনে ২ থেকে ৩ লাখ টাকা বিক্রি হতো।

এখন বিক্রি হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা। এক সময়ের বড় ব্যবসায়ীরা এখন হয়ে গেছেন খুচরা বিক্রেতা।তারপরও মিলছে না ক্রেতা। ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যায় ৫ হাজার দোকান। এতে ক্ষতি হয় দেড় হাজার কোটি টাকার বেশি।