নাটোরের লালপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নাটোরের লালপুরে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি-নাহিদ

সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, নাটোর): মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও দোয়া করেছেন নাটোরের লালপুর উপাজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দূর্নীতি প্রতিরোধ কমিটি, থানা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, বাজার সমিতি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Pop Ads

রোববার রাত ১২টায় নিরবতা পালন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দোয়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী,

সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী সহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ ।