নাট্যজন ময়নার মা আর নেই সাংস্কৃতিক জোটের শোক প্রকাশ

নাট্যজন ময়নার মা আর নেই সাংস্কৃতিক জোটের শোক প্রকাশ

বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না’র মা নূরজাহান বেগম আর নেই। (ইন্না…. রাজেউন) বুধবার বিকালে বগুড়া শহরের জলেশ^রীতলাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। দির্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯৪ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তৌফিক হাসান ময়নার পিতার নাম মরহুম আবুল হোসেন।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ যোহর বগুড়া শহরের জলেশ^রীতলাস্থ আলতাফুন্নেছা খেলার মাঠে বাদ যোহর নামাজে যানাজা শেষে দক্ষিণ বগুড়া ভাই পাগলা মাজারে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া নাট্যগোষ্ঠির সভাপতি মো: জাহিদুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান আলম, বাংলাদশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান,

Pop Ads

বগুড়া আনন্দকণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তৌফিকুল আলম টিপু, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন,

নিভা রানী সরকার, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মনতেজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক হাকীম এমএ আব্দুল মজিদ মিয়া, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, শব্দকথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু, সহ সাধারণ সম্পাদক মাহাবুব টুটুল, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক লিপি প্রধান,

গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, সাধারণ সম্পাদক এইচ আলিম, আমরা কজন শিল্পী গোষ্ঠির সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, অ আ সাহিত্য সংসদের সভাপতি রবিউল আলম অশ্রু, নন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান, কোষাধ্যক্ষ ঈমামুল হুদা বিপ্লব, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবল, বগুড়া ফাল্গুণী থিয়েটারের সভাপতি রুবেল মিয়া, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল,

কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়, অভিনেতা শাহাদৎ হোসেন, উচ্চারণ একাডেমীর পরিচালক পলাশ খন্দকার, মন্দিরা সাংস্কৃতিক পরিষদের পরিচালক আলমগীর কবির, সপ্তস্বর শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক আসাদ হোসেন, বগুড়া পদাতিক এর সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক, যাত্রাশিল্পী ফেডারেশান বগুড়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন। (খবর বিজ্ঞপ্তি)