নিউজিল্যান্ড থেকে ফিরেই শ্রীলঙ্কা সফর টাইগারদের

নিউজিল্যান্ড থেকে ফিরেই শ্রীলঙ্কা সফর টাইগারদের

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): নিউজিল্যান্ড থেকে ফিরেই বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে। সেখানে কোয়ারেন্টিন ও ক্যাম্প হবে কলম্বোতে। দুই টেস্ট হওয়ার সম্ভাবনা বেশি ক্যান্ডিতে। এরপর এশিয়া কাপ খেলে বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়েতে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এ তথ্য জানিয়েছেন। নিজাম উদ্দিন চৌধুরী সুজন ইন্ডিপেনডেন্টকে জানান, শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয়েছে আগেই। কিন্তু এখনো চূড়ান্ত নয় টেস্টের ভেন্যু। দুটি টেস্টই হওয়ার কথা একই ভেন্যুতে।

Pop Ads

সেটা ক্যান্ডি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে লঙ্কান দ্বীপে পা রাখার পর কোয়ারেন্টিন আর ক্যাম্প হবে কলম্বোতে। নিজাম উদ্দিন চৌধুরী সুজন আরো জানান, চূড়ান্ত হয়েছে আরো একটা সফর। জুনে এশিয়া কাপের পর বাংলাদেশ দল খেলতে যাবে জিম্বাবুয়েতে।

সেখানে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সাথে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। এদিকে ভ্যাকসিন ইস্যুতে থমকে আছে ঘরোয়া ক্রিকেট শুরুর তোড়জোড়। ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার পরেই শুরু হবে এনসিএল। সে জন্য এনএসসির কাছে ক্রিকেটারদের তালিকা পাঠিয়েছে ক্রিকেট বোর্ড।