পঞ্চগড়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পঞ্চগড়ে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন তিনি। বাংলাদেশ সময় রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেখান থেকেই শোক বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা।

তাতে নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সরকার প্রধান। এদিন বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে শতাধিক যাত্রীবাহী একটি নৌকাডুবিতে ২৫ জনের প্রাণহানি হয়েছে।

Pop Ads

অনলাইনের সর্বশেষ খবর পেতে এড়ড়মষব ঘবংি ফিডটি অনুসরণ করুন আরও পড়ুন: বিমানবন্দরে যাত্রীদের মালামাল চুরি বন্ধ হচ্ছে না কেন? এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৭০ জন। তাদের উদ্ধারে অভিযান চলছে। ইতোমধ্যে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা জানান, নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এতে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে যায়। এরপর কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।