পদ্মা সেতুর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে সেতু পার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মা সেতুর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে সেতু পার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মা সেতুর প্রথম যাত্রী হিসেবে নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি তার বহরে থাকা মোট ১৮টি গাড়ি পারাপারে ১৬ হাজার ৪০০ টাকা দিয়েছেন তিনি।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করে সেতু পারপারের জন্য টোল দেন প্রধানমন্ত্রী। মাওয়া প্রান্তে ম্যুরাল উন্মোচন ও মোনাজাতের পর প্রধানমন্ত্রীর গাড়ি বহর টোল প্লাজায় পৌঁছে।

Pop Ads

গাড়ির কাচ খুলে প্রধানমন্ত্রী নিজ হাতে প্লাজার কর্মী তানিয়া আফরিনের হাতে তার গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দেন। সেতুর কর্মকর্তারা জানান, সরকারপ্রধান একটি ৫০০, একটি ২০০ এবং একটি ৫০ টাকার নোট দেন।

পরে প্রধানমন্ত্রীকে স্বয়ংক্রিয় মেশিনে বেরিয়ে আসা রশিদ দেওয়া হয়। কর্মকর্তারা জানান, পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও ১৫ হাজার ৬৫০ টাকা টোল পরিশোধ করা হয় বহরের অন্য ১৭টি গাড়ির জন্য।

যদিও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের গাড়ির জন্য টোল দেওয়ার বাধ্যবাধকতা নেই। প্রধানমন্ত্রীই প্রথম টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন। এর আগে গত কয়েকদিনে টোল প্লাজার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে টোলের রশিদ দিয়েছেন সেতুর অপারেটর।