পরকীয়ার সূত্রধরে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড

161

নিজস্ব প্রতিবেদকঃ জয়পুরহাটে পরকীয়ার জেরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর ইসলাম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শালগ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে সেলিম মিয়া (৩৪), একই উপজেলার ডুগডুগি গ্রামের নিহত রহিম বাদশার স্ত্রী আকলিমা থাতুন (২৭) ও  গোপালপুর গ্রামের মৃত গোলাপ রহমানের ছেলে আইনুল (৩৭)।  রায় ঘোষণার সময় সেলিম মিয়া ও আইনুল আদালতে উপস্থিত থাকলেও আকলিমা পলাতক রয়েছেন।

Pop Ads

মামলার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, মাইক্রোবাস চালক রহিম বাদশার সহকারী হিসেবে কাজ করতেন সেলিম মিয়া। সেই সূত্রে রহিম বাদশার বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে তার স্ত্রী আকলিমার সাথে সেলিম মিয়ার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। তাদের সম্পর্ক স্থায়ী করতে আকলিমা ও সেলিম মিয়া রহিম বাদশাহকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা মতো ২০১৬ সালের ১০ জুলাই রাতে সেলিম মিয়া ও তার বন্ধু আইনুলকে নিয়ে মাইক্রোবাসের মধ্যে রহিম বাদশাকে গলাকেটে হত্যা করে পাঁচবিবি উপজেলার বারোকান্দি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন ১১ জুলাই নিহতের বাবা শাহাদৎ হোসেন বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

সুপ্রভাত বগুড়া/ এম রাসেল আহমেদ