পরীমনির মামলায় অভিযুক্ত তিনজনের বিচার কার্য শুরু

পরীমনির মামলায় অভিযুক্ত তিনজনের বিচার কার্য শুরু

চিত্রনায়িকা পরীমনির করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় এ অভিযোগ গঠন করা হয়। আগামী ১ আগস্ট সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।এদিকে অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করেন নাসির উদ্দিনসহ তিন আসামি।

Pop Ads

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গত বছরের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি।

এর এক সপ্তাহ আগে ৮ জুন ঢাকা বোট ক্লাবে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার অভিযোগপত্র জমা দেন।