প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিব খানের মামলা

চাঁদাবাজি, হত্যা চেষ্টা হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। পরে সমন জারি করেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলার আবেদন করেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান জানিয়েছেন, শাকিব খানের জবানবন্দি গ্রহণ করেন আদালত।

Pop Ads

খায়রুল হাসান আরও জানিয়েছেন, সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অপারেশন অগ্নিপথ চলচ্চিত্রের শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকর্মীকে ধর্ষণের অভিযোগ তুলে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের কাছে লিখিত অভিযোগ জানান প্রযোজক রহমত উল্লাহ।

এ ঘটনায় ১৮ মার্চ গুলশান থানায় মামলা করতে যান শাকিব খান। সে সময় থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান শাকিব খান। এই মামলার পরবর্তী শুনানি ২৬ এপ্রিল।