ফেরি চলাচল বন্ধ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে !

ফেরি চলাচল বন্ধ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ! ছবি-শাহজালাল


সুপ্রভাত বগুড়া (গাজী শাহ্ জালাল মিয়া,মাদারীপুর): কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মার ডুবোচরে আটকে পড়েছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ফলে নৌরুট দিয়ে মঙ্গলবার (৩০ জুন) রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকালে কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ৩৫/৪০টি পরিবহন নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দিলে নৌরুটের বিকল্প চ্যানেলে প্রবেশ করলে ডুবোচরে আটকে যায়।

Pop Ads

চ্যানেলে ফেরি আটকে যাওয়ায় চ্যানেল দিয়ে অন্যান্য ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। উদ্ধারকারী ২টি আইটি জাহাজ দিয়ে ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী  ঘাটে ঢাকাগামী প্রায় ছয়শত শতাধিক পরিবহন আটকে আছে। প্রায় ঘাট থেকে বাংলাবাজার দোতারা  হয়ে সিমানা এস এ থ্রি  ক্যাম্প পর্যন্ত পরিবহন জ্যাম রয়েছে ।

র্বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া জানান, নৌরুটের চ্যানেলে প্রবেশ করতে গিয়ে ফেরিটি ডুবোচরে আটকে যায়। ফলে বন্ধ হয়ে যায় চ্যানেলটি।

তবে তুমল বেগে কাজ চলছে চয়ানেলটি খনন করে ফেরিটি উদ্ধারে এবং পূনরায় যেনো ফেরি চলাচল স্বাভাবিক থাকেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here