বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০০০ !!

প্রতিকী-ছবি

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ৭৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২ জন। নতুন করে আরও ১৩৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৮০২ জন।

নতুন করে করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করায় বগুড়ায় মোট মৃত্যুর সংখ্যা ৫৩ জন। বৃহস্পতিবার ২ জুলাই , সকাল ১১ টায় খবরটি নিশ্চিত করেছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

Pop Ads

২৪ ঘন্টায় বগুড়ায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৫ জন,মহিলা ২৫ জন এবং শিশু রয়েছে ০৩ জন।

সংক্রমিত দের মধ্যে সদর ৩৯ জন, দুপচাঁচিয়া ১৪, সারিয়াকান্দি ৫, শিবগঞ্জ ৩, কাহালু ৩, ধুনট ৩, শেরপুর ২, শাজাহানপুর , গাবতলী , আদমদীঘি এবং সোনতলায় একজন করে করোনা পজিটিভ হয়েছেন।

১ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বগুড়া ১৭৩ টি নমুনা পরীক্ষার মধ্যে ফলাফলে করোনা পজিটিভ এসেছে ১৭ জনের।

অপরদিকে টিএমএসএস আর টি পিসিআর ল্যাবে মোট ১২৬ টি নমুনা পরীক্ষায় বগুড়ার ৩৪ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও ঢাকায় পাঠানো ১৬৪ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২২ জনের করোনা পজিটিভ এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here