বগুড়ার আদমদীঘতে নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

বগুড়ার আদমদীঘতে নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি-শিমুল

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে লকডাউন এর ৭-তম দিনে লকডাউন অপেক্ষা করে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলার কারনে আদমদীঘি উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুরে আদমদীঘি চাঁপাপুর বাজারে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, সীমা সারমিন এই অভিযান পরিচালনা করেন।

Pop Ads

এসময় নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলার অপরাধে ২ টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থ দন্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার সীমা সারমিন শংবাদিকদের জানান বিধি নিষেধ গুলো অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিচ্ছি।

লকডাউনের পরবর্তী দিনগুলোতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।