বগুড়া জলেশ্বরীতলায় কোচিং সেন্টার চালু রাখার দায়ে শিক্ষকের জরিমানা !!

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সরকারি নির্দেশনা অমান্য করেন কোচিং সেন্টার চালু রাখায় একটি শিক্ষা প্রতিষ্ঠানকে সিলগালা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ও নাছিম রেজা।

Pop Ads

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের জলেশ্বরীতলা এলাকার সানলিট আইডিয়াল স্কুল এন্ড কোচিং সেন্টার সরকারি নির্দেশ অমান্য করে কোচিং চালু রাখে।

সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠারটির চারজন শিক্ষককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।।