বগুড়া সদরে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিরা যে যে এলাকার !

বগুড়া সদরে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিরা যে যে এলাকার ! প্রতিকী ছবি-আকাশ সরকার রাসেল

স্টাফ রিপোর্টার : বগুড়া সদরে নতুন করে করোনায় আক্রান্তদের এলাকা ভিত্তিক তথ্য জানানো হয়েছে। আজ রোববার বেলা ৩ টায় সদর উপজেলার কোভিট ১৯ ফোকাল পার্সন ডাঃ মনিরুজ্জামান মনির এ তথ্য জানান।

বগুড়া সদরে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফুলদিঘী ১ জন, কাটনারপাড়া ৩ জন, দত্তবাড়ি ৪ জন, শিবাটি ৩ জন,মালতিনগর ৪ জন,সেউজগাড়ি ১ জন, সবুজবাগ ১ জন,ঠনঠনিয়া ৫ জন, কালিতলা ২ জন,

Pop Ads

বৃন্দাবনপাড়া ৩ জন, বড় গোল ৩ জন, আটাপাড়া ১ জন, উপশহর ৩ জন, নিশিন্দারা ২ জন,মাটিডালি ১ জন, লতিফপুর কলনী ২ জন, ফুলতলা ১ জন, নাটাইপাড়া ১ জন, গোকুল ১ জন, কৈগাড়ি ২ জন,জামিলনগর ১ জন, শজিমেক ১ জন, এপিবিএন কোয়াটারে ১ জন, জয়পুরপাড়া ১ জন,

খান্দার ১ জন নারুলী ১ জন, জহুরুল নগর ২ জন,ওয়াবদা ১ জন, নামাজগড় ১ জন, নামুজা ১ জন,জলেশ্বরিতলা ৩ জন,শাকপালা ৩ জন, কলোনি ২ জন, সুলতানগঞ্জ পাড়া ২ জন, রহমান নগর ১ জন,চেলোপাড়া ৩ জন,

দত্তবাড়ি ২ জন, নুরানি মোড় ১ জন,আশকোলা ১ জন,পালশা ১ জন,চকসূত্রাপুর ৩ জন, বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়ার্টার ১ জন, তিন মাথা ১ জন,

ঠেংঙ্গামারা ১ জন, ও মফিজ মাগলা মোড়ে ১ জন রয়েছে। এছাড়া ফোন বন্ধ আছে ৩ জনের, ফোন রিসভ করেনি ৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here