বগুড়ার খান মার্কেটে র‌্যাব-১২ অভিযানে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান

বগুড়ার খান মার্কেটে র‌্যাব-১২ অভিযানে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান
স্টাফ রিপোর্টারঃ  র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক চৌকস দল সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত বগুড়া শহরের খান মার্কেটে মোবাইল কোর্টের মাধ্যমে এক অভিযান পরিচালনা করে।
র‌্যাব-১২ বগুড়ার স্পেশাল কোম্পানীর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এবং বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের সহযোগিতায় একটি আভিযানিক দল বগুড়া শহরের খান মার্কেটে বিভিন্ন ফামের্সীতে টাপেন্টাডল মাদকদ্রব্য রাখার অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা ভংগের অপরাধে সাকিব ফার্মেসীর মালিক বগুড়ার শাজাহানপুরে চক জোড়া গ্রামের হাতেম আলীর ছেলে আতাউর রহমান (৪৪) কে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান পূর্বক মুক্তি প্রদান করেন।
ঔষধ আইন ১৯৪০ এর ৪২ ধারা ভংগের অপরাধে ০৩ জনকে উত্তরণ ফার্মেসীর বগুড়ার শাজাহানপুরের মাদলা গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে আপেল মাহমুদ (৩০),বাদশা ফার্মেসীর হামিদ খান বাদশা (৪৫) আমিনুল মেডিক্যালের মোঃ খোরশেদ আলম (২৫) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করিলে-
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদন্ডের কয়েদের পরোয়ানা মূলে জেলা কারাগারে হস্তান্তর করা হয় এবং ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে জব্দকৃত ঔষধ টাপেন্টাডল ১০০ এমজি-২৯৯৫ পিস, টাপেন্টাডল ৭৫ এমজি-৫১৮ পিস, টাপেন্টাডল ৫০ এমজি-৭৯৮ পিস, ইন্ডিয়ান মুভ-২১ ডর্জন এবং ভিটামিন সি-১২ পিস ধ্বংস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here