বগুড়ার নূনগোলায় বঙ্গবন্ধুর নামে মাচাং উদ্বোধন; যুবলীগ নেতা বহিস্কার !

বগুড়ার নূনগোলায় বঙ্গবন্ধুর নামে মাচাং উদ্বোধন; যুবলীগ নেতা বহিস্কার !

বগুড়া সদরের নূনগোলায় বঙ্গবন্ধুর নামে মাচাং উদ্বোধন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছার রহমান খলিলকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। নূনগোলা ইউনিয়নের আশোকোলা দক্ষিণপাড়া রাস্তার মোড়ে এলাকাবাসীর আড্ডা দেওয়ার জন্য বাঁশ দিয়ে একটি মাচাং তৈরি করেন।

Pop Ads

সেই মাচাংটি উদ্বোধনও করেন যুবলীগ নেতা খলিল এবং এর নাম দেন ‘বঙ্গবন্ধু মাচাং’। এরপর উদ্বোধনের ছবি ও ক্যাপশনসহ “আকাশ ইসলাম” নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

ঘটনাটি ছড়িয়ে পড়লে আকাশ ইসলাম নামের ওই আইডি থেকে উক্ত পোষ্ট ও ছবি সরিয়ে ফেলা হয়। কিন্তু, ততক্ষণে ঘটনাটি দেশময় রাষ্ট্র হয়ে যায়। এবং নানামুখি সমালোচনার সৃষ্টি হয়।

উদ্বোধন অনুষ্ঠানে গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন জানান, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় যুবলীগ নেতা আনিছার রহমান খলিলকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।