বগুড়ায় অবশেষে ইট বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

বগুড়ায় অবশেষে ইট বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার : অবশেষে ইট বিক্রী বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দরা।   বুধবার সকালে  বগুড়া জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে ভাটা মালিক সমিতির নেতাদের ফলপ্রসু আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত ২৮শে ডিসেম্বর জেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের হয়রানীর অভিযোগে ইট ভাটা মালিক সমিতির এক প্রতিবাদ সভা শেষে ১লা জানুয়ারী থেকে ৭জানুয়ারী পর্যন্ত ইট  বিক্রীর বন্ধের ঘোষনা দিয়েছিলেন ভাটা মালিকরা।

Pop Ads

সেই অনুযায়ী ধর্মঘটের ৫দিন পরে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেন নেতারা।

জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জল কুমার ঘোষ, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আতিকুর রহমান বাদল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে জেলা প্রশাসকের মাধ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্বারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।  স্বারকলিপিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রন) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (সংশোধন) আইন ২০১৯ এ বর্নিত জিগজ্যাগ ইটাভাটার ছাড়পত্র লাইসেন্স প্রাপ্তি সহ বিভিন্ন দাবি উল্লেখ করা হয়েছে।