বগুড়ায় উচ্চ আদালতের নির্দেশনায় সম্পত্তি দখল করে দিল প্রশাসন

রোববার বেলা ১১টায় শহরের গালাপট্টির মন্ডল নিউ মার্কেটের দুইটি দোকান উচ্চ আদালতের নির্দেশনায় রায় প্রাপ্ত জমির মালিকের নিকট জমির দখল হস্তান্তর করে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ঢাকঢোল বাজিয়ে শহরের গালাপট্টির মন্ডল নিউ মার্কেটের দুইটি দোকান উচ্চ আদালতের নির্দেশনায় দখল সম্পন্ন করতে বগুড়া জজ আদালতের নিয়োগপ্রাপ্ত কমিশনার এডভোকেট মো. আনোয়ার হোসেনকে সহযোগিতা করে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

জানা গেছে, রোববার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের গালাপট্টির মন্ডল নিউ মার্কেটের দুইটি দোকান উচ্চ আদালতের নির্দেশনায় রায় প্রাপ্ত জমির মালিক ইকবাল হোসেন দিং দের নিকট জমির দখল হস্তান্তর করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জজ আদালতের নিয়োগপ্রাপ্ত কমিশনার এডভোকেট মো. আনোয়ার হোসেন, এডভোকেট সুজা উদ্দিন, মন্ডল নিউ মার্কেট ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক এম এ রাশেদসহ বগুড়া জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। আদালতের রীতি অনুযায়ি সম্পত্তি দখল করার সময় ঢাকঢোল বাজানো হয়।

Pop Ads

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদীর বাবা আলহাজ্ব আকরাম হোসেন মন্ডল তার নিজ সম্পত্তি বিবাদী মো. মাহবুবর রহমান ঝন্টুকে ভাড়া দিয়েছিলেন। কিন্ত বিবাদী মো. মাহবুবর রহমান ঝন্টু সম্পত্তির মালিক হিসেবে দাবি করেছিলেন। পরে বাদী বগুড়া জেলা জজ আদালতে একটি সিভিল মামলা করেন।

২০২০ সালের ১০ আগস্ট ও ২০২০ সালের ১২ আগস্ট এর তারিখের ডিক্রীর ভিত্তিতে বিবাদী মো. মাহবুবর রহমান ঝন্টুর পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে রায়ের কার্যক্রম সম্পন্ন না করার সুযোগে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর মহামান্য উচ্চ আদালত আপীল দায়ের সাপেক্ষে সময়ের আবেদন মঞ্জুর করেন। গত বছরের ২১ নভেম্বর রায় অনুযায়ি মামলাটি নিষ্পত্তি হয়ে যায়।

মামলার রায় অনুযায়ি চলতি বছরের ৩ জানুয়ারি বগুড়া জজ আদালতের ১ম সিনিয়র সহকারি জজ, মো. মমিনুল ইসলাম বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নিকট বাদীর জমি দখল সম্পন্ন কাজে প্রশাসনিক সহযোগিতার জন্য পুলিশ ফোর্সের আবেদন করেছিলেন।