বগুড়ায় কাঁশবন ড্রইং সেন্টারের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ শনিবার সকালে শহরের লতিফপুর কলোনী কাঁশবন ড্রইং সেন্টারের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সমাজসেবক মো. আবু মুসা সরকার। ছবি-মামুন

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): বগুড়ায় কাঁশবন ড্রইং সেন্টারের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের লতিফপুর কলোনী কাঁশবন ড্রইং সেন্টারের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে মোট ৭১ জন ছেলেমেয়ে অংশগ্রহন করে। প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর ছবি, শহীদ মিনার, গ্রাম-বাংলার প্রকিৃতকি দৃশ্য ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র অংকন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. আবু মুসা সরকার।

Pop Ads

নাছিমা আক্তার নীলার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মো. রেজাউল কাফি, আব্দুল হাদি খোকন, আনোয়ার হোসেন পলাশ, নাহিদুল ইসলাম নাহিদ, এ্যাডভোকেট সৈয়দ শাহরিয়ার জামান (সামন), হাবিবুর সাত্তার সবুজ, আব্দুল ওয়াদুদ মুকুল।

প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী সৈয়দ শাহনেওয়াজ (শাওন) ও স¤্রাট প্রমুখ।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।