বগুড়ায় প্রধানমন্ত্রীসহ আ’লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কুটক্তি ও আশালীন মন্তব্যের প্রতিবাদে সমাবেশ

বগুড়ায় প্রধানমন্ত্রীসহ আ’লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কুটক্তি ও আশালীন মন্তব্যের প্রতিবাদে সমাবেশ। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখহাসিনা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বগুড়ার আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কুটক্তি ও আশালীন মন্তব্যের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ বুধবার শহরের সাতমাথায় আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠন গুলো যৌথ ভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগর সভাপতি মজিবর রহমান মজনু।  বক্তব্য রাখেন  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম মোহন, সাবেক সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন মুকুল, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি,

Pop Ads

শহর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসিম কুমার রায় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মুখোশধারী আওয়ামীলীগ নামধারীদের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নামধারী এই ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না সে নিয়ে এখন প্রশ্ন দেখা দিচ্ছে। এক ব্যক্তি দিনের পর দিন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগ ও স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে আশালীন ও কুরুচীপুর্ণ বক্তব্য দেয়ার পরেও সে কেন আইনের আওতায় আসছেনা তা বিস্ময়ের জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তির মাধ্যমে যারা ষড়যন্ত্র করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।