বগুড়ায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

বগুড়ায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

“৪ এপিবিএন, বগুড়ার মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ০৫ (পাঁচ) টি চোরাই মোবাইলসহ ০২ (দুই) জনকে গ্রেফতারকরা হয়েছে ।

জানা যায়, অদ্য ১৯/১০/২০২২ খ্রি. ০৯.৪০ ঘটিকার সময় আরএমপি রাজশাহী কাটাখালী থানাধীন তালতলা টু রাজশাহী বিশ^বিদ্যালয় পাকা রাস্তার উপর চক কাপাসিয়া বটতলা মোড়স্থ জনৈক আসাদুল(৩৮), পিতা-মৃত সাদেক আলীর মুদী দোকানের সামনে হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) টি চোরাই মোবাইল পাওয়া যায়।

Pop Ads

যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৬৪,০০০/- (চৌষট্টি হাজার) টাকা। আসামী ১। মোঃ সুমন আলী (৩৪), পিতা-মোঃ একরাম আলী, সাং-ধরমপুর, পোস্ট-বিনোদপুর বাজার, ২৮ নং ওয়ার্ড, থানা-মতিহার, জেলা-রাজশাহী, ০২। মোঃ হাসিবুল আলম রকি(৩৪), পিতা-নুর হাসান, সাং-কাজলা, পোস্ট-বিনোদপুর বাজার, ২৮ নং ওয়ার্ড, থানা-মতিহার, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করা হয়।

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম এর তত্ত¡াবধানে, এসআই (নিঃ) উৎপল কুমার সরকার নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) আবু হানিফা, এএসআই (নিঃ)/মেহেদী হাসান, কং/মোঃ রিপন মিয়া, কং/মোঃ মানিক মিয়া, কং/মোঃ শারাফত আলী, কং/মোঃ নাজমুস সাকিব

এবং নারী কং/রিফা সোনিয়া এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে আরএমপি রাজশাহী কাটাখালী থানায় বাংলাদেশ দন্ড বিধি আইনে ৪১১/৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।