বগুড়ায় রোলার স্কেটিং কমিটি ও গ্রাউন্ড নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় রোলার স্কেটিং কমিটি ও গ্রাউন্ড নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় রোলার স্কেটিং কমিটি ও গ্রাউন্ড নির্মাণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় বগুড়া জেলা রোলার স্কেটিং ক্লাবের আয়োজনে শহরের নিশিন্দারাস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স্র ভবনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন, বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক। সংগঠনের উপদেষ্টা রাকিব উদ্দিন প্রাং সিজারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ও জাতীয় রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি সভাস্থলে এলে বগুড়ার স্কেটাররা ফুলেল শুভেচ্ছায় প্রধান অতিথিকে বরণ করে নেন।

Pop Ads
বগুড়ায় রোলার স্কেটিং কমিটি ও গ্রাউন্ড নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রহিতের কাছে বগুড়ার স্কেটিংয়ের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বগুড়ার স্কেটারদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণসহ বিভিন্ন্ প্রতিযোগীতায় অংশগ্রহণ এবং দেশের একমাত্র স্কেটিং নিয়ে নির্মিত “দ্যা রান” চলচ্চিত্রের আন্তর্জাতিক পর্যায়ে ৬ টি পুরস্কারের কথা উল্লেখ করেন।

মতবিনিময় শেষে প্রধান অতিথি বগুড়ার স্কেটিং প্রিয় শিশুদের স্কেটিং বিষয়ে ফেডারেশনের উদ্যোগে আরও উচ্চতর প্রশিক্ষনের আশ্বাস প্রদানসহ জেলা প্রশাসককে বগুড়ার স্কেটিং গ্রাউন্ড নির্মাণেদ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। একই সাথে আগামী ডিসেম্বরে রাজশাহী-রংপুর বিভাগীয় রোলার স্কেটিং প্রতিযোগীতা আরও জমকালো করার আশ্বাস প্রদান করেন। তিনি স্কিপিং রোপস, স্কেট বোর্ড ও রোল বল এর উপর গুরুত্বারোপ করেন।

বগুড়ায় রোলার স্কেটিং কমিটি ও গ্রাউন্ড নির্মাণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডিসি মো: মাছুম আলী বেগ, জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানা, হাজরাদীঘি কলেজের সভাপতি মিসেস কহিনুর মোহন, জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলার আহবায়ক কামরুল মোর্শেদ আপেল, যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুয়েল, সদস্য গোলাম মোস্তফা, জাকিউল হক জীবন ও বগুড়া রোলার স্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও কোচ আশরাফুল ইসলাম রোহিত।

অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা, রাজিব হাসান, মৃদুল চৌধুরী এলট, নুরে জাহান নিশা, আশিক হোসেন, তানভির আলম প্রমুখ। এর আগে প্রধান অতিথি স্কাউট ডেনের সামনে বৃক্ষ রোপন করেন।