বগুড়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বগুড়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। -সুপ্রভাত বগুড়া

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে বগুড়া জেলা মৎস্যজীবী লীগের ব্যানারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মাহাতাব উদ্দিন; লাল।

তিনি উলে­খ করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ বগুড়া জেলা শাখার কমিটির সভাপতি মো: আবুল কালাম এবং সাধারণ সম্পাদক মোঃ মাহাতাব উদ্দিন (লাল) এর নেতৃত্বে একটি সক্রিয় পূর্ণাঙ্গ কমিটি চলমান থাকা সত্তে¡ও চতুরতা ও গোপনে ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বর্তমানে আরেকটি বিতর্কিত ও সংগঠন বহির্ভূত ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সৃষ্টি করেছেন।

Pop Ads

অভিযোগ করা হয় উক্ত বিতর্কিত ও সংগঠন বহির্ভূত কমিটিতে আমাদেরকে অবগতি না করিয়া ৭নং ও ৮নং সদস্য হিসেবে দেখানো হয়েছে যাহাতে ৭নং সদস্যের ঠিকানা হেউটনগর, ধুনট উপজেলা এবং ৮নং সদস্যের ঠিকানা বাগড়া, শেরপুর উপজেলা হওয়া সত্বেও উক্ত কমিটির কাগজ পত্রে মিথ্যা তথ্য প্রদান করিয়া মাটিডালী, সদর, বগুড়া দেখানো হয়েছে।

উক্ত বিতর্কিত ও সংগঠন বহিভর্‚ত ১৯ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটির মো: রাসেল আহম্মেদ (কনক) আহব্বায়ক এবং কারুজ্জামান মানিক সদস্য কমিটিতে পদ-পদবী দেয়ার নাম করে, কমিটি বানিজ্যসহ মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।

সংবাদ সম্মেলনে তাহাদের বিরুদ্ধে জরুরী ভাবে সাংগাঠনিক বিধি ব্যবস্থা গ্রহণ ঐ কমিটি বাতিল করার জন্য বাংলাদেশ আওয়মী লীগ কেন্দ্রীয় কমিটির নিকট এক সকল অঙ্গ/সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সার্বিক সহযোগিতা ও আশু-হস্তক্ষেপ কামনা করেন।