বগুড়া প্রেসক্লাবের দুই সিনিয়র সদস্য জিয়া শাহীন  এবং মোস্তফা মোঘলকে বহিস্কারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

বগুড়া প্রেসক্লাবের দুই সিনিয়র সদস্য জিয়া শাহীন  এবং মোস্তফা মোঘলকে বহিস্কারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক ইউনিয়ন বগুড়ার নির্বাহী কমিটির সভায় বগুড়া প্রেসক্লাবের দুই সিনিয়র সদস্য জিয়া শাহীন  এবং মোস্তফা মোঘলকে বহিস্কারের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে।আজ সোমবার বেলা ১১টায় পেশাজীবী এই সাংবাদিক সংগঠনটির নির্বাহী সভায় নিন্দা জানানো হয়।
সংগঠনের সাধারন সম্পাদক গনেশ দাসের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য জনাব মোস্তফা মোঘল সহ বগুড়া প্রেস ক্লাবের দুজন সদস্যকে সদস্য পদ বাতিল করায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন যে, তুচ্ছ বিষয় নিয়ে তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে তা আলোচনার মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব ছিল। কিন্তু প্রেসক্লাব নেতৃবৃন্দ সেদিকে না গিয়ে যে পদ্ধতিতে ক্লাবের সাধারণ সভায় আলোচনার কোন সুযোগ না দিয়েই নাটকীয় ভঙ্গিতে যা করা হয়েছে তা সত্যিই দুঃখজনক।
নেতৃবৃন্দ এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।” নির্বাহী কমিটির সভার সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা।