বগুড়া মাটিডিলি ও মহাস্থানে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা !

বগুড়া মাটিডিলি ও মহাস্থানে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়া মাটিডালি ও মহাস্থানে হোটেল মৌবনে চলছে রমরমা দেহ ব্যবসা। এসব আবাসিক হোটেলে প্রশাসন বার বার অভিযান চালিয়ে গ্রেফতার করলেও কিছু দিন
বন্ধ থাকে।

এদের পিছনে আছে বড় বড় রাঘব বোয়াল যার কারণে দ্রুত জেল থেকে বেড়িয়ে আবারও শুরু করে ব্যবসা। গতকাল সান্তাহার একটি আবাসিক হোটেল থেকে ৪ নারীসহ ১০ জন কে গ্রেফতা করেছে পুলিশ।

Pop Ads

এরা আবার দ্রুত জেল থেকে বেরিয়ে আবারও পূর্বের ব্যবসায় ফিরে আসে। সচেতন মহলের দাবি এদের শুধু জরিমানা অথবা ৩ মাস সাজা দেয় আইন। সেই কারণে এদের মধ্যে ভয়টা কম।

তাই এদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দেহ ব্যবসার কারণে অনেক যুবক নষ্ট হয়ে যাচ্ছে তাই এখনি যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনেক যুবক যুবতি নষ্ট হয়ে যাবে।

তাই অতিদ্রুত প্রশাসানের হস্তক্ষেপে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন বগুড়ার সুশীল সমাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here