বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার: বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষকদের উদ্যোগে শতাধিক দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: এস.এম. মিল­াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সাবেক অধ্যক্ষ ডা: আব্দুস সামাদ, গভর্নিং বডির সদস্য ডা: আব্দুল খালেক।

Pop Ads

এসময় সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ, প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, ডা: আব্দুল মতিন, ডা: মানছুরা খাতুন, ডাঃ আবুল মনসুর, ডা: ফাহমিদা আক্তার ডা: হুমায়ন কবীর, ডা: আতিকুর রহমান সুমন, ডা: আব্দুল আলিম, ডা: শাহ গাজী, ডা: এএসএম সাহাবুদ্দিন, ডা: শফিকুল ইসলাম, ডা: প্রমিত কুমার মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার জনগনের সার্বিক কল্যানে কাজ করে যাচ্ছেন। দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সরকার পদক্ষেপ নিয়েছেন। সরকারের পাশাপাশি সমাজের সামর্থবানদের এগিয়ে আসতে হবে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে। তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।