বদলগাঁছী উপজেলার ৪,নং মিঠাপুর,ইউনিয়নের বিট পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা!!

বদলগাঁছী উপজেলার ৪,নং মিঠাপুর,ইউনিয়নের বিট পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা!! ছবি-বুলবুল

সুপ্রভাত বগুড়া (বুলবুল আহম্মেদ (বুলু) (নওগাঁ বদলগাছি) প্রতিনিধি: নওগাঁর বদলগাঁছী উপজেলার ৪,নং মিঠাপুর ইউনিয়ন মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” মুজিববর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বদলগাছী উপজেলার ৪, নম্বর মিঠাপুর ইউনিয়ন, কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

আজ শনিবার দুপুর ১২ টায় দিবসটি উপলক্ষে মিঠাপুর ৪, নম্বর বিট পুলিশিং , পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বদলগাঁছী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ সভাপতি ও বদলগাছী উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল্ হাসান ( তিতু) বদল গাছি থানার এস আই শ্রী, গৌরাঙ্গ মোহন রায়,

Pop Ads

ও এ, এসআই আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠানটি পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব হাবিল ফকির,ও মিঠাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় শিক্ষক, মিনহাজুল মিন্টু, ৪, নং মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি লুৎফর রহমান সাবেক মেম্বার আব্দুল গফুর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মন্ডল দৌলত আলি কবিরাজ বিরু,

মিঠাপুর ইউনিয়নের প্রচার সম্পাদক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাজু মাষ্টার ও সাংবাদিকবৃন্দ মিঠাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমামুল আল হাসান ( তিতু) বলেন, বদল গাছি উপজেলার বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড সহ ধর্ষণ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক নির্মুলে ঐক্যবদ্ধ হয়ে,কাজ করলে এবং পুলিশকে আমরা সহযোগিতা করেবদলগাছী থানা সুন্দরভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সহযোগিতা করব।