বদলগাছীতে ধান সরবরাহের তথ্য চাওয়ায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি !

সুপ্রভাত বগুড়া (বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি): নওগাঁর বদলগাছী খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধান সরবরাহের তথ্য চাওয়ায় সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন খাদ্যগুদাম কর্মকর্তা মাসুদ করিম। রোববার (৬ জুন) বারো মৌসুমে খাদ্যগুদামে ধান সরবরাহের তথ্য নিতে যান সেরাদেশ অনলাইন পোর্টালের বদলগাছী উপজেলা প্রতিনিধি রানা হামিদ।

এ সময় খাদ্যগুদাম কর্মকর্তা মাসুদ করিম তথ্য না দিয়ে তাকে ফিরিয়ে দেন। বুধবার (৯ জুন) তথ্য অধিকার প্রাপ্তির ‘ক’ ফরমে আবেদন নিয়ে গেলে তথ্য না দেওয়ার জন্য নানা অযুহাত দেখান। এক পর্যায়ে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। পরবর্তীতে মৌখিকভাবে তথ্য দিলেও তিনি তথ্য অধিকার ফরম জমা নেননি।

Pop Ads

এ বিষয়ে খাদ্যগুদাম কর্মকর্তা মাসুদ করিম বলেন, কথা বলায় ভুল বুঝাবুঝি হয়েছে । তেমন কোনো কিছু হয়নি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহাজের হাসান বলেন, তিনি না বুঝে কথাটা হয়তো বলে ফেলেছেন । পরবর্তীতে বসে বিষয়টি ঠিক করে নেওয়া হবে।