বদলগাছীতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সবজির ক্ষেত !

বদলগাছীতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সবজির ক্ষেত

মিনহাজুল (মিন্টু) বদলগাছী (নওগাঁ), প্রতিনিধিঃ- নওগাঁর বদলগাছী উপজেলাতে মৌসুমী বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত হালকা বাতাস ও বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে সরিষা ও আলু গম খিরা বিভিন্ন ধরনের সবজির ক্ষেত।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, গোবরচাপা কোলা মিঠাপুর ঐতিহাসিক পাহাড়পুর মুথরাপুর বিলাশ বাড়ী ইউনিয়নসহ উপজেলার আটটি ইউনিয়নে গত বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি হওয়ায় ওইসব এলাকার সরিষা, আলু ও গমের খিরা ক্ষেতে হাঁটু পরিমান পানি জমেছে।

Pop Ads

অন্যদিকে বৃষ্টির সাথে হালকা বাতাস হওয়ায় অধিকাংশ ক্ষেতের সরিষার আলু খিরা গাছ মাটির সাথে শুয়ে পড়েছে। ফলে লোকসানের আশঙ্কায় পড়েছেন চাষীরা।