বদলগাছীতে মুক্তিযোদ্ধা দিবস পালিত

বদলগাছীতে মুক্তিযোদ্ধা দিবস পালিত। ছবি-বুলবুল

সুপ্রভাত বগুড়া (বুলবুল আহম্মেদ  ( বুলু) নওগাঁ ( বদলগাঁছী): নওগাঁর বদলগাছী উপজেলায় মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমাণ্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির।

এ সময় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা ডি এম এনামুল হক, পাহাড়পুর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তোফা, সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বাবলু।

Pop Ads

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিনসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা। উল্লেখ্য ২০০৭ সাল থেকে প্রতি বছর বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করে।

পাশাপাশি পহেলা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের দাবি করে আসছেন এই উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। প্রতিবছর বৃহৎ পরিসরে দিবসটি উদযাপন করা হলেও এবছর করোনার কারণে স্বল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু আলোচনা অনুষ্ঠান হয়।