বদলগাছী উপজেলার মিঠাপুর বাজারে জাতীয় ভোক্তা অভিযান

বদলগাছী উপজেলার মিঠাপুর বাজারে জাতীয় ভোক্তা অভিযান। ছবি-বুলবুল

সুপ্রভাত বগুড়া (বুলবুল আহমেদ বুলু, বদলগাছি নওগাঁ প্রতিনিধি): নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর বাজার অদ্য ৮/১০/২০২০ খ্রি সময় ১২/৩০ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মহোদযের এর সার্বিক নির্দেশনা অনুযায়ী ও নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের তত্ত্বাবধানে নওগাঁ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শামীম হোসেনের নেতৃত্বে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

উত্ত বাজারে অভিযানে জাতীয় ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রমে পরিচালনা করে (৬) টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ৬ টি প্রতিষ্ঠান থেকে মোট ১৪ হাজার টাকা জরিমানা আরব ও আদায় করা হয়।

Pop Ads

এ সময় জনগণের মাঝে সতর্কমূলক লিফলেট ও মাক্স বিতরণ করা হয় সহযোগিতায় ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও বদলগাছী থানার টিম চৌকস অফিসার এসআই গৌরাঙ্গ মোহন রায় কং/ জাহিদ ও হাসান এবং মিঠাপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন ও মিঠাপুর ইউনিয়নের সভাপতি আহসান হাবিব হাবিল ( ফকির) এবং মিঠাপুর ইইউনিয়নের জন্য সর্বস্তরের জনগণ। প্রমুখ