ভরা মৌসুমেও চালের দাম কেজি প্রতি ৫-৯ টাকা বেশি; ক্ষুব্ধ ক্রেতারা !

ভরা মৌসুমেও চালের দাম কেজি প্রতি ৫-৯ টাকা বেশি; ক্ষুব্ধ ক্রেতারা ! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (ব্যবসা-বাণিজ্য): ভরা মৌসুমেও রাজধানীর বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। গত একমাস ধরে মান ভেদে সব ধরণের চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫ থেকে ৯ টাকা বেশি দরে।

এর পেছনে যৌক্তিক কোনো কারণ দেখছেন না ক্ষুব্ধ ক্রেতারা। অবশ্য, বিক্রেতারা দাম নিয়ে একজন আরেকজনকে দুষছেন। খুচরা বিক্রেতারা বলছেন, আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে চাল।

Pop Ads

একই কথা বলে মিল মালিকদের দুষছেন আড়তদাররা। আর দাম বাড়ানোর পেছনে পরিবহন সংকটকে দায় দিচ্ছেন মিল মালিকরা। রাজধানীর প্রায় সব বাজারে গুটিস্বর্ণা ও মিনিকেট চাল কেজিতে ৯ টাকা, নাজিরশাই ও পাইজাম কেজি প্রতি ৭ থেকে ৮ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মোটা চাল আটাশ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬ টাকা বেশিতে। বাজারে মৌসুমি ফলের দামও বাড়তি। বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা কেজিতে। মৌসুম শেষের দিকে হওয়ায় ফলের দাম বেশি বলছেন বিক্রেতারা।

ছুটির দিনে শুক্রবার সকালে বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড় থাকলেও নেই সামাজিক দূরত্বসহ অন্যান্য বিধি নিষেধ মানার প্রবণতা। বেশিরভাগের মুখেই নেই মাস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here