ভারতে ২ হাজার রুপির নোট তুলে নেয়া হচ্ছে

ভারতে ২ হাজার রুপির নোট তুলে নেয়া হচ্ছে

ভারতে ২ হাজার রুপির নোট তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ব্যাংকগুলোকে অবিলম্বে ২ হাজার রুপির নোট ব্যবহার বন্ধ করতে পরামর্শ দিয়েছে আরবিআই। কারও কাছে এই নোট থাকলে তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

Pop Ads

ভারতে নোট বাতিলের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ৫শ ও ১ হাজার রুপির নোট বাতিল বাতিল করা হয়েছিলো। সে সময় নোটের ঘাটতি পূরণে ২ হাজার রুপির নোট বাজারে ছাড়া হয়। ৭ বছর পর এটিও বাতিলের সিদ্ধান্ত নেয়া হলো।

২০১৮-১৯ সালের পর নতুন করে এই নোট আর ছাপানো হয়নি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বাজারে বর্তমানে প্রায় ১৮১ কোটি ২ হাজার রুপির নোট আছে।