মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হবে ৩১ জুলাই

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা পালিত হবে ৩১ জুলাই

সুপ্রভাত বগুড়া (ধর্ম ও জীবন): সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই মধ্যপ্রাচ্যে আগামী বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। ৩১শে জুলাই (শুক্রবার) ঈদুল আজহা উদযাপন করা হবে।

সোমবার সৌদি আরবের সর্বোচ্চ আদালত জানায়, মঙ্গলবার ৩০শে জিলকদ। ২২শে জুলাই জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে ৩১শে জুলাই ঈদুল আজহার প্রথমদিন।

Pop Ads

হিজরি মাস নির্ধারণে গঠিত চাঁদ দেখা কমিটির বৈঠকের পর বলা হয়, সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার চাঁদ দেখা যাবে বলেও জানানো হয়।

বলা হয়, ২২শে জুলাই জিলহজ মাসের প্রথমদিন এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণরোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here