মহাসড়কে যাত্রীবাহী বাসে লিফলেট বিতরণ ও পথসভা করছে হাইওয়ে পুলিশ

মহাসড়কে যাত্রীবাহী বাসে লিফলেট বিতরণ ও পথসভা করছে হাইওয়ে পুলিশ। ছবি-প্রতিবেদক

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): দেশে ফের বাড়ছে মহামারী করোনা ভাইরাস। সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে হাইওয়ে পুলিশ। যানবাহনের যাত্রী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করাসহ মহাসড়কের পাশের বিভিন্ন বাজার এলাকায়—

পথসভার মাধ্যমে জনসাধারণকে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এবং সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সক্রিয় কার্যক্রম পরিচালনা করছে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ ।

Pop Ads

সোমবার (২৩ নভেম্বর) সকালে বগুড়া-নাটোর মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাক থামিয়ে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ও উপস্থিতিতে পথসভা করতে লক্ষ্য করা গেছে। এছাড়া অবহেলা জনিত দুর্ঘটনায় প্রাণহানি এড়াতে ট্রাক থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়।