ম্যারাডোনার মরদেহ চুরি ঠেকাতে সমাধি পাহারায় পুলিশ মোতায়েন

ম্যারাডোনার মরদেহ চুরি ঠেকাতে সমাধি পাহারায় পুলিশ মোতায়েন

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): কোটি ভক্তের হৃদয়ে ক্ষত সৃষ্টি করে দিয়াগো ম্যারাডোনা এখন গভীর নিদ্রায়। এখনও শোকে ভাসছে পুরো বিশ্ব। আর ফুটবল ভক্তরাতো এখনও মেনেই নিতে পারছেন না দিয়াগো আর পৃথিবীতে নেই।

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে পরপারে পাড়ি জমান আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেয়া এই জাদুকর ফুটবলার। পাগল ভক্ত সমর্থক কিংবা সমাধি চুরি চক্রের হাত থেকে ম্যারাডোনার মৃত দেহকে বাঁচাতে এখন কঠোর পুলিশি পাহারা বসাতে হয়েছে আর্জেন্টিনার আভ্যন্তরিক নিরাপত্তা কর্তৃপক্ষকে।

Pop Ads

বুয়েন্স আয়ার্সের উপশহরে সমাধিস্থল ভেলা ভিস্তায় মা-বাবার পাশে শায়িত করা হয় দিয়েগো ম্যারাডোনাকে। সেখানেই এখন ২০০ সশস্ত্র পুলিশি পাহারার ব্যবস্থা করেছে আর্জেন্টিনা সরকার। ব্রিটিশ মিডিয়া দ্য সান এমন খবরই জানিয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, অন্ধ সমর্থকরা ম্যারাডোনার সমাধি ভেঙে ফেলতে পারে। প্রিয় তারকাকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে মমি করে রাখতে চুরি করতে পারে তার দেহ কিংবা দেহের কোনো অংশ বিশেষ। এ কারণে, অন্তত এক সপ্তাহ ভেলা ভিস্তা সমাধিস্থলকে কঠোর পাহারার মধ্যে রাখার ব্যবস্থা করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ।