যুক্তরাষ্ট্রের হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না রাশিয়া

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কিছু হলে তার দায় দেশটির বর্তমান সরকারকে নিতে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এই হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না রাশিয়া। রোববার (১৮ এপ্রিল) মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সতর্ক করে দিয়ে বলেছিলেন, নাভালনির মৃত্যু হলে রাশিয়াকে এর ‘পরিণতি’ ভোগ করতে হবে।

এর জবাবে মঙ্গলবার (২০ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটনের হুমকির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাবে না ক্রেমলিন। তিনি বলেন, “অন্যান্য দেশের পক্ষ থেকে এ ধরনের বিবৃতির জবাব দেয়ার প্রয়োজন মনে করে না রাশিয়া।”

Pop Ads

পেসকভ আরো বলেন, নাভালনির শারীরিক অবস্থা নিয়ে পাশ্চাত্য যে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে ক্রেমলিন তাকে মোটেই বিবেচনায় নিতে রাজি নয়। তিনি বলেন, “রাশিয়ার একজন অভিযুক্তের স্বাস্থ্য নিয়ে পশ্চিমাদের কোনো স্বার্থ থাকা উচিত নয়।” গত আগস্টে বিমানে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাভালনি। পরে চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নেওয়া হয়।

জার্মান চিকিৎসকরা দাবি করেন, তার শরীরে ‘নোভিচক’ নামের বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে। নাভালনি অভিযোগ করেন, তার শরীরে বিষ প্রয়োগে পুতিনের হাত রয়েছে। জার্মানিতে চিকিৎসা শেষে রাশিয়া ফিরেই গ্রেপ্তারের মুখে পড়েন ৪৪ বছর বয়সী নাভালনি।

এরপর কারাগারে সুচিকিৎসার দাবিতে ৩১ মার্চ থেকে অনশন শুরু করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।  গত রোববার তার চিকিৎসকরা জানান, নাভালনি যেকোনো সময় হৃদরোগে কিংবা কিডনি বিকল হয়ে মারা যেতে পারেন।  এই খবর প্রকাশিত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকা।
সূত্র: পার্সটুডে