রমজানের দেড় মাস আগেই দাম বাড়লো ৫ নিত্য প্রয়োজনীয় পণ্যের !!

সুপ্রভাত বগুড়া (অর্থ ও বাণিজ্য): রমজানের দেড় মাস আগেই বেড়েছে চালসহ ৫ নিত্যপণ্যের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এ দামবৃদ্ধি রমজানের আগেই বাড়তি চাপে ফেলেছে মানুষকে। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসেবে, এক মাসের ব্যবধানে বেড়েছে চালসহ ৫ নিত্যপণ্যের দাম। একই অবস্থা গরম মসলার বাজারে। এক মাসের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় ১০ পণ্যের দর বেড়েছে।

এর মধ্যে বেশি বেড়েছে ভোজ্যতেল, চাল, আটা, হলুদ, আদা। বেড়েছে মসলার দামও।এক মাসের ব্যবধানে, সব ধরনের চালের দর বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বেড়েছে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। ব্রয়লার মুরগির দর কেজিতে বেড়েছে ২০ টাকা।রমজানের দেড় মাস আগেই এই দাম বৃদ্ধিতে বাড়তি চাপে ভোক্তারা।

Pop Ads

আজহার হোসেন, কাজ করেন একটি বেসরকারি হাসপাতালে। নিত্যপণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা তার।তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে তার মাসে খরচ বেড়েছে প্রা্য় এক-তৃতীয়াংশ। ইস্কাটনের বাসিন্দা নীলা বেগমেরও ব্যয় বেড়েছে। ৪ জনের সংসারে আগে মাসে চালসহ অন্যান্য পণ্য কিনতে লাগতো ১০ হাজার টাকা, এখন লাগছে ১৫ হাজার টাকা।

তবে, শিগগিরই চালের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি ভোক্তাদের। এদিকে দাম স্থিতিশীল এবং কমেছে আলু, পেঁয়াজ, রসুন, লবণ, ডিমের। কমেছে খেজুরের দামও।