রুহিয়ায় সরকারি নিয়ম তোয়াক্কা না করে চলছে কোচিং সেন্টার, তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি !

রুহিয়ায় সরকারি নিয়ম তোয়াক্কা না করে চলছে কোচিং সেন্টার, তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি ! ছবি-সজল

সুপ্রভাত বগুড়া (সজল আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি): ঠাকুরগাঁও জেলায় রুহিয়া থানাধীন কিছু কিছু এলাকায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই প্রশাসনের চোখে ধুলা দিয়ে রমরমা ভাবে চলছে কোচিং সেন্টার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকের মুখে নেই মাস্ক, নেই স্বাস্থ্যবিধি মানার কোন নমুনা। এদিকে তাদেরকে সতর্ক করতে গিয়ে লাঞ্চিত হতে হয় দৈনিক সুপ্রভাত বগুড়া’র ঠাকুরগাঁওজেলা প্রতিনিধি সাংবাদিক সজলকে।

Pop Ads

এ সময় কেচিং সেন্টারের  শিক্ষকগণ অশ্লীল ভাষায় গালি গালাজ করে এবং বাড়াবাড়ি করলে দেখে নেয়ার হুমকী প্রদান করে। দেখা যায়, প্রতিটি ব্যাচের প্রায় ৩০ থেকে ৪০ জন ছাত্র-ছাত্রী একত্র হয়ে আসছে কোচিং সেন্টারে কিন্তু সামাজিক দূরত্ব ও মাস্ক তো দুরের কথা স্বাস্থ্যবিধির বালাই নাই।

বিষয়টির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রসাশন সহ সংশৃষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করছি।