লাদাখের সংঘর্ষে কমান্ডারের মৃত্যুর কথা স্বীকার করেছে চীন

লাদাখের সংঘর্ষে কমান্ডারের মৃত্যুর কথা স্বীকার করেছে চীন। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া(আন্তর্জাতিক): ভারত ও চীনের সীমান্ত লাদাখের সংঘর্ষে তাদের কমান্ডারেরও মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে চীন।

আজ সোমবার আবার আলোচনায় বসেছেন দুই দেশের লেফট্যন্যান্ট জেনারেল পর্যায়ের সেনা কর্মকর্তারা।

Pop Ads

পূর্ব লাদাখে চীনের এলাকা চুশুলে এই বৈঠক হচ্ছে। খবর এনডিটিভি ও ডয়চে ভেলে’র। এতদিন চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদক লাদাখে চীনের তরফে হতাহতের কথা বললেও কোনও সংখ্যা জানাননি।

চীনের থেকেও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই অবস্থায় চুশুলের আলোচনায় প্রথমবার চীন তাদের কমান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করল বলে দাবি করা হয়েছে। 

লাদাখের সংঘর্ষে ভারতের বিহার রেজিমেন্টের কম্যান্ডং অফিসার কর্নেল সন্তোষ বাবুসহ ২০ জন সেনার মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন ৭৬ জন। তারা সকলেই ভালো আছেন। কয়েক সপ্তাহের মধ্যে আবার কাজে যোগ দেবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here