লংকা সফরে ২১ সদস্যের দল ঘোষণা বিসিবি’র তবে বাদ পড়েছে সৌম্য !

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরী।

২১ সদস্যের দলে আছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও নতুন পেইস ত্রয়ী শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও শহিদুল ইসলাম।

Pop Ads

আইপিএলের কারণে এই টেস্ট সিরিজে খেলছেন না সাকিব। তাঁর জায়গায় ফিরেছেন শুভাগত। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার।

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে শরিফুলের। মুকিদুল ও শহিদুল সুযোগ পেলেন প্রথমবার।সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য।

চোটের কারণে দলে সুযোগ পাননি মাহমুদউল্লাহ ও পেসার হাসান মাহমুদ। করোনা মহামারির কারণে কোনো নেট বোলার দেবে না শ্রীলঙ্কা।

সেজন্য বিশাল বহর নিয়ে সোমবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। পরে সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে চূড়ান্ত টেস্ট স্কোয়াড।