লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম

সুপ্রভাত বগুড়া (অর্থ ও বানিজ্য): লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম। গ্রাহকরা সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের একটি প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনে যাচ্ছে সারাদেশ। এ খবর ছড়িয়ে পড়ায় ব্যাংকগুলোতে ভিড় বাড়ে গ্রাহকদের।

Pop Ads

নিজেদের প্রয়োজন অনুযায়ী কেউ এসেছেন টাকা তুলতে, আবার কেউ জমা দিতে। তবে টাকা জমা দেওয়ার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি। বেশিরভাগ ব্যাংকেই মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, সরকারি সিদ্ধান্ত মেনে জনবল কমিয়ে কার্যক্রম চালাবে ব্যাংকগুলো। গ্রাহকদের সুবিধায় আগের মতই সচল থাকবে অনলাইন সেবা। পাশাপাশি পর্যাপ্ত টাকাও থাকবে এটিএম বুথগুলোতে।

বাংলাদেশ ব্যাংক বলছে, লকডাউনের সময় স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করবে। গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটির সময়ে দেশের ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল।