লালপুরে “নোভেল করোনা ভাইরাস” প্রতিরোধ পক্ষের কার্যক্রম শুরু

লালপুরে “নোভেল করোনা ভাইরাস” প্রতিরোধ পক্ষের কার্যক্রম শুরু। ছবি-নাহিদ

সুপ্রভাত বগুড়া (নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর): নাটোরের লালপুরে নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসাবে ২১ জুন ২০২০ থেকে আগামী ৫ জুলাই ২০২০ তারিখ পর্যন্ত “নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ পক্ষ” পালিত হবে।

আজ রোববার সকালে লালপুর বাজারে সীমিত উপস্থিতে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এই পক্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

Pop Ads

এ সময় উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইন-চার্জ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক আমিনুল ইসলাম সহ নাটোর, লালপুরের সাংবাদিকবৃন্দ।

উক্ত সময় মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতের আওতায় ৫০০/-টাকা করে চারজন ব্যক্তিকে মোট ২০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালনে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে এবং ঘরের বাইরে শত ভাগ মাস্ক পরিধান সহ সকল বিধি নিশ্চিত করতে এই প্রতিরোধ পক্ষ পালন করা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here