শাজাহানপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

শাজাহানপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শাজাহানপুর ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

আজ বুধবার ২৫ নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। প্রতিটি কৃষককে ১০ কেজি পটাশ, ১০ কেজি ড্যাপ সার ও ১ কেজি সরিষা বীজ বিনামুল্যে দেয়া হয়।

Pop Ads

জানাযায়, উপজেলার ৩৫৫০জন চাষীদের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরন করা হবে। নিবার্হী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম ,

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে হাবিবাও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমূখ। এছাড়া সার ও বীজ বিতরণ পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বর্তমান সরকারের সফলতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন।