শাজাহানপুরে কৃষি যান্ত্রিকীকরন ও উন্নয়নের লক্ষ্যে হারভেষ্টার মেশিন বিতরন 

শাজাহানপুরে কৃষি যান্ত্রিকীকরন ও উন্নয়নের লক্ষ্যে হারভেষ্টার মেশিন বিতরন । ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষি যান্ত্রিকীকরন ও কৃষককে আধুনিকতায় উন্নয়ন করার লক্ষ্যে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন বিতরন করা হয়েছে। এ মেশিন দিয়ে একই সাথে ধানকাটা, মাড়াই ও প্রক্রিয়াজাত করা যায়।

বুধবার ৭ এপ্রিল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা সকহারী ভুমি কমিশনার আশিক খান এই হারভেষ্টার মেশিন বিতরন করেন।

Pop Ads

উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম সিদ্দীকি জানান, বর্তমান কৃষি ও কৃষককে উন্নয়নের লক্ষ্যে এবং উন্নত বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পুর্ন অর্জন করার প্রত্যয়ে আধুনিকতায় আনতে সরকারের এই নিরলস প্রয়াস।

তিনি জানান, এ মেশিন ৩০ মিনিটের মধ্যে একসাথে বিশ মণ ধান মাড়াই ও প্রক্রিয়াজাত করতে সক্ষম। তাই পর্যায়ক্রমে এ মেশিন কৃষকের দোড়গোড়ায় পৌছে দেয়া হবে।

যাতে করে ধান উৎপাদন খরচ কমে এবং কৃষক লাভবান হয়। বিতরনকালে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও বিভিন্ন কৃষক উপস্থিত ছিলেন।